আমিরাতে লটারিতে ১ লাখ টাকার দিরহাম জয় করলেন দুই বাংলাদেশি

January 16, 2025,

তোফায়েল পাপ্পু, সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দুই বাংলাদেশি ও দুই ভারতীয় মিলে মোট ২ লাখ ৮০ হাজার দিরহাম জিতেছেন। এরমধ্যে বাংলাদেশি প্রবাসী সোহেল আহমেদ আলাউদ্দিন ও সামিউল আলম আব্দুর রাজ্জাক যথাক্রমে ১ লাখ এবং ৯০ হাজার দিরহাম জিতে নিয়েছেন।

সোহেল আহমেদ আলাউদ্দিন, ৪০, আমিরাতে ১৭ বছর ধরে আছেন এবং ফলের ব্যবসা পরিচালনা করছেন। গত আট বছর ধরে তিনি নিয়মিত লটারির টিকিট কিনে আসছেন।

এই জয় নিয়ে তিনি বলেন, “লটারিতে জয় অসাধারণ অভিজ্ঞতা। আমি এই অর্থ দিয়ে একটি ব্যবসা খোলার পরিকল্পনা করছি, যা আমার বহুদিনের স্বপ্ন। আমি লটারি কেনা অব্যাহত রাখব।”

অন্যদিকে, সামিউল আলম, যিনি গত পাঁচ বছর ধরে দুবাইয়ে আছেন, জানান যে তিনি একটি ৩০ জনের গ্রুপের অংশ হয়ে লটারির টিকিট কিনতেন। লটারিতে পাওয়া ৯০ হাজার দিরহাম গ্রুপের সবার মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা করছেন। সামিউল বলেন, “লটারি জিতে আমি খুব খুশি। সবার সাথে অর্থ ভাগাভাগি করব, কারণ আমরা একসঙ্গে এ পথ পাড়ি দিয়েছি।”

প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানির লটারিতে অংশ নিয়ে প্রতি মাসেই এমন উল্লেখযোগ্য পুরস্কার জিতে কোটিপতির তালিকায় নাম লিখিয়ে নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com