ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি চক্ষু শিবির

November 9, 2024,

স্টাফ রিপোর্টারমৌলভীবাজর সদর উপজেলার রায়পুর উচ্চ বিদ্যালয়ে ৩০০ জন ও বাছাই করা রোগী ৪০ জন এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। চক্ষু ক্যাম্পে বাছাইকৃত রোগী সনাক্ত করে ছানি অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ফ্রী চক্ষু  ক্যাম্পে সেবা প্রদান করেন, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল টিম।

৯ নভেম্বর শনিবার সকালে ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা (ইসকস) সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও  আলী রাব্বী রতন এর যৌথ পরিচালনায় ফ্রী চক্ষু ক্যাম্প উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএমএ এর সাবেক সভাপতি ও এমবি ক্লথ স্টোর এর স্বত্বাধিকারী, ডাঃ এমএ আহাদ।

আরো উপস্থিত ছিলেন, ইসকস উপদেষ্টা, মাওলানা গোলাম হোসেন সাহেব ও কাওয়াদিঘী হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব, খসরু চৌধুরী ও ইসকস উপদেষ্টা, মাওলানা ফয়জুল ইসলাম সহ ইসকস উপদেষ্টা,  রেজাউল করিম খছরু। যুক্তরাজ্য প্রবাসী সদস্য, রাজন আহমদ রাজু, শুভাকাঙ্ক্ষী ইতালি প্রবাসী,আবুল কালাম আবুল, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার সদর এর সাংগঠনিক সম্পাদক, মাওলানা লোকমান খান নবীন ও মাওলানা আব্দুর রশিদ, ইসকস সভাপতি, আলমগীর হোসেন, প্রমুখ।

উক্ত সভার কার্যক্রমে উপস্তিত ছিলেন ইসকস সদস্যবৃন্দ, সহ-সভাপতি, আহমদুর রহমান খান টিপু,যুগ্ম সম্পাদক, সাজু মিয়া,যুগ্ম সম্পাদক, মোর্শেদ খান রাফি,কোষাধ্যক্ষ, আবু বক্কর কয়েছ,সহ কোষাধ্যক্ষ, নাঈম আহমদ,সহ প্রশিক্ষণ সম্পাদক, ইকবাল হোসেন, সহ সমাজকল্যাণ সম্পাদক, আবুল কালাম ফয়েজ,সহ প্রচার সম্পাদক ময়নুল ইসলাম রাব্বি সহ অন্যন্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com