ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : মোঃ জালাল উদ্দিন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ মার্চ ২০২৫ ইং, শ্রীমঙ্গল সরকারি কলেজ ক্যাম্পাসে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা’র সভাপতি আরিফুল ইসলাম রাতুল এর সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা’র সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সহকারি অফিস সম্পাদক জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা অফিস সম্পাদক মহসিন আহমেদ, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার সহকারী (এসিস্ট্যান্ট) সেক্রেটারী ও শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ।
আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির শ্রীমঙ্গল উপজেলা শাখা’র সভাপতি মোঃ সাদিকুল ইসলাম ও উপজেলা ছাত্র শিবির সেক্রেটারি সফিজ উদ্দিন-সহ প্রমুখ।
মন্তব্য করুন