একতা যুব সংস্থার তাফসিরুল কোরআন মাহফিল আগামীকাল ৯ জানুয়ারি
শাহরিয়ার খান সাকিব: ঐতিহ্যবাহী একতা যুব সংস্থার উদ্যোগে ২৮তম তাফসিরুল কোরআন মাহফিল আগামীকাল ৯ জানুয়ারি বৃহস্পতিবার বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত পূর্ব ধরকাপন জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখবেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির, মৌলভীবাজার শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস, বরুণার পীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, বর্তমান সময়ের তরুণ আলোচক আলী হাসান উসামা, মুফতি মোতালেব হোসেন সালেহী, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, হযরত মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আফসারীর ছেলে হাফেজ সাইফুল্লাহ আনসারী, মাওলানা আবুল হাসান সাদি ও মাওলানা শামসুল ইসলাম।
সভাপতিত্ব করবেন মৌলভীবাজার দারুলউলুম টাইটেল মাদ্রাসার মুহতামিম মুফতি শামসুল ইসলাম, ধরকাপন জামে মসজিদের ইমাম হাফেজ আছাদ আহমদ চৌধুরী, বরুণা মাদাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ।
এছাড়াও এতে দেশ-বরেণ্য উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। মাহফিলে উপস্থিত থেকে সফল করার জন্য আহবান জানিয়েছেন একতা যুব সংস্থার সভাপতি সেলিম আহমেদ।
মন্তব্য করুন