এম সাইফুর রহমানের নিজ গ্রামে গোপন ব্যালটে নেতা নির্বাচন করলো বিএনপি

February 27, 2025,

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের নিজ গ্রামে এবার গোপন ব্যালটে পছন্দের  নেতা নির্বাচিত করেছেন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা।

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচনে ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি বিকেল বাহারমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত  সভাপতি পদে দু-ঘন্টা ব্যাপি একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ইউনিয়ন বিএনপির  আহবায়ক কমিটি ভেঙে দেওয়া হয়।

গোপন ভোটের মাধ্যমে সভপপতি পদে তিন জন প্রার্থী ছিলেন। মোট ভোটার ছিল ৪৫৯ জন। কাস্ট হয়েছে ২৪৪।  বাতিল ১ ভোট। সভাপতি পদে  ইমরান আহমেদ ১৫১ পেয়ে নির্বাচিত হয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মামুনুর রশীদ ভোট পান ৪৯ টি। অপর প্রার্থী মশিদুল হোসেন প্রাপ্ত ভোট ৪৩।  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন মজনু আহমদ। ভোট গননা শেষে

এ ফলাফল ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।

এসময় তাঁর সঙ্গে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সুনীল কুমার দাস,বকসি মিনবাউর রহমান,শ্যামলী সুত্র ধর, সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. বদরুল আলম,যুগ্ম আহবায়ক মারুফ আহমদ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসের রহমান বলেন,আগে সিস্টেম ছিল ইউনিয়ন নেতৃবৃন্দ আগ্রহ তালিকা তৈরী করে দিত। সে তালিকা দেখে থানা কমিটি অনুমোদন দিতো। দলের আগের সিস্টেম পাল্টে গেছে। দলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সিস্টেমে ভোটাভুটি হচ্ছে, এতে আমরা যেমন মজা পাচ্ছি,তেমনিভাবে দলীয় নেতাকর্মী সবাই মজা পাচ্ছেন। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন, তৃণমূল থেকে ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা,জেলা কমিটি ভোটাভুটির মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব বানাবে। নেতা নির্বাচিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়া বেছে নেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তাঁরা মূল্যায়ন পাচ্ছেন। এ যেন দলে  উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

ভোট গ্রহণ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ফখরুল ইসলাম,মুজিবুর রহমান মজনু,উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান, আতাউর রহমান, কাজল মাহমুদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান। সম্মেলনকে ঘিরে তৃণমুলের বিএনপির নেতাকর্মীদের মাঝে  ছিল উৎসবের আমেজ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com