ওটিপি দিয়ে ব্যাংকের টাকা খোয়ালেন কুলাউড়ায় মুন্নি

April 10, 2025,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলে সোনালী ব্যাংকের তসলিমা আক্তার মুন্নি নামে এক গ্রাহকের ৭৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। চক্রটির ফাঁদে পড়ে মুঠোফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে এ টাকা খোয়ান তিনি। প্রতারণার বিষয়টি জানতে পেরে বুধবার ৯ এপ্রিল বিকেলে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার দুপুর ১২টা ১৬ মিনিটের দিকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে বিদেশি একটি নম্বর দিয়ে কল করে প্রতারক চক্র। এ সময় তাকে ফোনের অপর প্রান্ত থেকে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে তার অ্যাকাউন্ট হালনাগাদ করার কথা বলে মুঠোফোনে যাওয়া ওটিপি নম্বরটি জানাতে বলেন। চক্রটির ফাঁদে পড়ে তিনি ওই ওটিপি তাদের জানানোর সঙ্গেই তার অ্যাপস হ্যাক করে অ্যাকাউন্ট থেকে ৭৬ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে তিনি বিষয়টি সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে জানান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com