ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২৫ বিদায়ী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠাণ সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও প্রবেশ পত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৮ই এপ্রিল দুপুরে বিদ্যালয়ে হলরোমে অনুষ্টিত সভায় প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক আবুল হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সদস্য আলী আহমদ,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সাংবাদিক রিপন মিয়া, শিক্ষক ফেরদৌসি আক্তার, মাওলানা জাহির মিয়া, শুভ্রত চন্দ্র বিশ্বাস,শহিদুল ইসলাম, প্রদিপ সরকার, শেফালী বেগম, দূর্যয় গোপ, সূর্যমনি বিশ্বাস, মো: মিজানুর রহমান, খাইরুল ইসলাম, নাসিমা আক্তার, শিবু দাস।
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় এই বছর এসএসসি পরিক্ষার্থী সংখ্যা ১৫৪ জন।
মন্তব্য করুন