কবি সৌমিত্র দেব টিটু এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন: বিভিন্ন মহলের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কমের সম্পাদক ও প্রকাশক, সাহিত্যিক ও কবি সৌমিত্র দেব টিটু এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এজমাজনিত শ্বাসকষ্টে ভোগছিলেন।
১৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্ত্রী পলা দেব ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কবির নিথর দেহ জন্মশহর মৌলভীবাজার নিয়ে আসা হয়। অন্ত্যেষ্টিক্রিয়া পূর্ব সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন মরদেহ রাখা হলে কবি, শিল্পী ও সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার লোকজন শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের সৈয়ারপুর শ্বশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
কবি সৌমিত্র দেব টিটু এর প্রয়ানে গভীর শোক, বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সিএম কয়েস সামি, সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি শরীফুল ইসলাম খান ডলার, সাধারণ সম্পাদক সাদাত স্বপন, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক কবি মুজাহিদ আহমদ, সাংবাদিক জাফর ইকবাল, সাংবাদিক কবি আহমদ আফরোজ, সাংবাদিক এসএম মেহেদী হাসান, কবি পুলক কান্তি ধর, কবি জয়নাল আবেদীন জুয়েল প্রমুখ।
মন্তব্য করুন