কমলগঞ্জে অ*গ্নিদগ্ধ দুরুদ মিয়া অবশেষে মা*রা গেলেন

April 14, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার চৌমুহনার শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো: দুরুদ মিয়া অগ্নি ˜গ্ধ হয়ে ২দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ১৪ এপ্রিল সোমবার বিকাল ৩:৩০ মিনিটের সময় মারা যান। তার মূত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, শনিবার ১২ এপ্রিল ভোর রাতে তার বসত বাড়ীতে আগুন লেগে ছিল। আগুনের তাপে দুরুদ মিয়া ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় জলন্ত ঘরের ছাদ তার উপরে আছড়ে পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিকায় সম্পূর্ণ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। দুরুদ মিয়ার ছেলে মোহাম্মদ আলী জানান, অগ্নিকান্ডে মুহুর্তেই সবকিছু শেষ হয়ে গেছে। প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার ২দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে বিকাল ৩টায় আমার বাবা মারা যান। দুরুদ মিয়ার মূত্যুর সংবাদ কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামের বাড়ীতে পৌঁছলে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা থেকে লাশ আসার পর গ্রামের বাড়িতে দাফন কাজ সম্পূর্ণ হবে। মূত্যুকালে তিনি  স্ত্রী,৩ মেয়ে  ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com