কমলগঞ্জে দিনব্যাপী মণিপুরি ভাষা ও সংস্কৃতি উৎসব

April 5, 2025,

স্টাফ রিপোর্টার : মণিপুরি ভাষাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাঁচিয়ে রাখা ও বিকশিত করার প্রয়াস হিসেবে বিগত ১৬ বছর ধরে মৌলভীবাজারেরে কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ মণিপুরি ভাষা ও সংস্কৃতি উৎসব পালন করছে। এ ধারাবাহিকতায় শুক্রবার ৫ এপ্রিল দুপুরে উপজেলার আদমপুর তেতেইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে মণিপুরি ভাষা ও সংস্কৃতি উৎসব পালন করা হয়।

মণিপুরি সাহিত্য সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি সাবেক ব্যাংকার কবি ও লেখক এ কে শেরাম ও তেতেইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করে মণিপুরী ভাষা ও সংস্কৃতি উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর পর উপস্থিত মৈতৈ মণিপুরী ও মুসলিম মণিপুরি (পাঙাল) শিক্ষার্থী ও অতিথিদের অংশ গ্রহণে উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর দুপুরে মৈতৈ মণিপুরী মাতৃভাষার বর্ণমালায় শতাধিক মৈতৈ মণিপুরি ও মুসলিম মণিপুরী শিক্ষার্থীরা মেধা পরীক্ষায় অংশ গ্রহণ করে। মধ্যান্য ভোজের পর বেলা ৩টায় বিদ্যালয় মিলনায়তনে মণিপুরী ভাষা ও সংস্কৃতি চর্চা, প্রসার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সভাপতি ইবুংহাল শ্যামল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন।

মণিপুরি ভাষা ও সংস্কৃতি উৎসবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ সিলেট এর  সভাপতি এ কে শেরাম।

বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) সাধারণ সম্পদক নামব্রম শংকর এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক অয়েকপম অঞ্জুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি,সম্পাদক ‘ভাস্কর’ ও সুনামগঞ্জের মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, প্রধান শিক্ষক ও কবি লেখক সাজ্জাদুল হক স্বপন, কবি রওশন আরা বাঁশি, কামাল উদ্দীন প্রমুখ ।

এ প্রয়াসেই গত ২০০৮ সাল থেকে মণিপুরী ভাষা ও সংস্কৃতি উৎসব পালন করা হচ্ছে। আর এবারের উৎসব চুড়ান্ত পর্যায়ের এ জন্য যে, বিভিন্ন শ্রেণির মণিপুরী শিক্ষার্থীরা নিজেদের বর্ণমালা ব্যবহার করে মেধা পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com