কমলগঞ্জে প্রচেষ্টার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

December 31, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রচেষ্টা”র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ চা বাগান খাতে নেতৃত্বের মাধ্যমে চা বাগান কর্মীদের ক্ষমতায়ন বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রচেষ্টার প্রজেক্ট কো অর্ডিনেটর রবীন্দ্র যাকোব ত্রিপুরার সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, প্রচেষ্টা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যানে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চা বাগানের কিশোর -কিশোরীদের নেতৃত্ব তৈরী, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন তার মধ্যে অন্যতম। প্রচেষ্টার সমাজকল্যাণমূলক কাজগুলো অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচেষ্টার প্রোগ্রাম কো অর্ডিনেটর মুক্তা রানী দেব। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুননাহার পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউসুফ মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্য গৌরি রানী কৈরি, আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র, সুনছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রশান্ত কৈরি প্রমুখ।

জানা যায়, অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার আলীনগর, সুছড়া, বাঘিছড়া, শমসেরনগর, কানিহাটি, দেওছড়া চা বাগানে প্রচেষ্টার কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com