কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে জামায়াতে ইসলামীর ঢেউটিন বিতরণ
সালেহ আহমদ (স’লিপক) : কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ নির্মাণসামগ্রী ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখা।
সোমবার ৩০ সেপ্টেম্বর বিকেল ৩টায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসা সম্মুখ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৩ জনের মাঝে জনপ্রতি ২ বান করে মোট ৪৬ বান ২৬ এমএম গরু মার্কা ঢেউটিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী।
এসময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, কমলগঞ্জ উপজেলা আমির মো: মাসুক মিয়া, উপজেলা নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ কামরুল ইসলাম, আলীনগর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, কমলগঞ্জ ইউনিয়ন সভাপতি এবাদুর রহমান, তালেব আলী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন