কমলগঞ্জে বাজার পরিচ্ছন্ন রাখতে ৪১টি ডাস্টবিন বিতরণ

February 24, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাজার এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ৪১টি উন্নত মানের ডাস্টবিন বিতরণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

সোমবার ২৫ নভেম্বর সকালে উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদে এই ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

জানা যায়, আদমপুর বাজারের বিভিন্ন ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও ইউনিয়ন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন বসানো হবে।

আদমপুর বাজারের নাগরিকদের উদ্দেশ্যে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, এই এলাকা আমার আপনাদের। এই বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন আপনাদের সকল প্রকার সহযোগিতা করবে। ইউনিয়নের ঐতিহ্য এবং সৌন্দর্য রক্ষায় এসব ময়লার ঝুড়ি (ডাস্টবিন) ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে দেয়া হয়েছে। এসময় ইউনিয়ন পরিষদ ও বাজারের সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মন্না রানা, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমেদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন রান, জুয়েল আহমদ, আব্দুল মুহিত প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com