কমলগঞ্জে বিএনপি’র আয়োজনে দোয়া ও গণ-ইফতার

March 30, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কমলগঞ্জ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে গণ-ইফতার আলোচনাসভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার ২৯ মার্চ বিকালে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও  আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা কৃষকদলের সভাপতি শামিম আহমদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সরোয়ার শোকরানা নান্না প্রমূখ।

গণ-ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাতীদল সহ অন্যান্য অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com