কমলগঞ্জে মুণ্ডা,ওঁরাও,খাড়িয়া জনগোষ্ঠীর বাহা উৎসব অনুষ্ঠিত

March 14, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে মুণ্ডা,ওঁরাও,খাড়িয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাহা উৎসব অনুষ্ঠিত  হয়। কমলগঞ্জ উপজেলার মৃর্ত্তিঙ্গা চা বাগানে দূর্গাবাড়ি মণ্ডপে ১৪ মার্চ বিকাল ৪ টা মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে  মুণ্ডা,ওঁরাও,খাড়িয়া জনগোষ্ঠীর বাহা উৎসব ও জনগোষ্ঠীর বাহা উৎসবের আলোচনা সভায় মণিপুরী ললিতকলা একাডেমির উপ পরিচালক (অতি; দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জনাব মাখন চন্দ্র সূত্রধর,বিশেষ অতিথিবৃন্দ, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা  নাজমুল হক, স্থানীয় ফরেস্ট অফিসার জুলফিকার আলী,ইউপি সদস্য ধনা বাউরী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু,

লক্ষন মুণ্ডা,সাধারণ সম্পাদক মুণ্ডা সমাজ কল্যাণ পরিষদের, সাধারণ সম্পাদক লক্ষন মুণ্ডা,ওরাও ভাষা সংস্কৃতিক রক্ষা কমিটি সভাপতি পূরণ ওরাও।

মুণ্ডা,ওঁরাও,খাড়িয়া জনগোষ্ঠী বাহা উপলক্ষে উৎসব প্রাঙ্গনে দিনভর বিভিন্ন অনুষ্ঠানাদি পালন করায় । মূলত কৃষি কাজ শুরু হওয়ার পূর্বে আদিম সাম্যবাদী সমাজে মানুষ যখন প্রকৃতি নির্ভর ছিল তখন শীতের শেষে গাছের পাতা ঝরে যাওয়ায় নতুন পাতা ও ফুলে গাছগুলো যখন ভরে ওঠে তখনই নতুন প্রকৃতিকে বরণের মধ্য দিয়ে প্রকৃতি অধিক ফলমূল দিয়ে মানব জীবনকে নিরাপত্তা দেবে এই কামনাতেই বাহা উৎসবের’ সূচনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com