কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কবি নূরজাহান শিল্পীর সাথে সাংবাদিক সমিতির শুভেচ্ছা বিনিময়

February 26, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কবি নূরজাহান শিল্পীর স্বদেশ আগমন উপলক্ষে সাংবাদিক সমিতির আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েওেছ।

বুধবার ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কমলগঞ্জ সাংবাদিক সমিতির পক্ষ থেকে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর নির্বাহী পরিচালক, মাসিক আলো’র সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক-সমাজসেবী কবি নূরজাহান শিল্পীকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজের সভাপতিত্বে ও কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। আলোচনায় অংশ নেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মো: মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবি নির্মল এস পলাশ, মোনায়েম খান, স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর সদস্য আবু সুফিয়ান, দেলোয়ার হোসেন সজীব প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় সভায় স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর নির্বাহী পরিচালক, মাসিক আলো’র সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক-সমাজসেবী কবি নূরজাহান শিল্পী বলেন, ছোটবেলা থেকেই আমার লেখালেখি ও মানব কল্যাণে নিয়োজিত রাখার চেষ্টা চালিয়ে আসছি। ভবিষ্যতেও স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে সকলের সহযোগিতা চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com