কমলগঞ্জে স্কুলছাত্রী ও চা শমিক সন্তান পূর্ণিমা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

February 24, 2025,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জে স্কুলছাত্রী ও চা শমিক সন্তান পূর্ণিমা রেলীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ ফেব্রুয়ারি উপজেলার শমশেরনগর চাতলাপুর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শমসেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বাগান পঞ্চায়েত, ইউপি সদস্য, চা শ্রমিক ও অভিভাবকসহ বাগানের প্রায় দুই হাজার মানুষের উপস্থিত ছিলেন। হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন তারা।

মানববন্ধনে নিহতের মা লাকসামা রেলী, বাবা আপ্পারাও রেলী, শমসেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল দাস পাইনকা, সহকারী শিক্ষিকা মনি গোয়ালা, চা শ্রমিক নেতা সিতারাম বীন, শমসেরনগর ইউপি সদস্য ইয়াকুব মিয়া সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

নিহতের মা ও বাবা বলেন, আমার ছোট সোনা মনিকে ওরা বাঁচতে দিল না। তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।

উল্লেখ্য কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের চা শ্রমিক কন্যা পূর্নিমা রেলী (১০) ধর্ষণের চেষ্টাকালে চিৎকার করায় দায়ের কোপে কিশোরীর হাতের কজি ও গলা কেটে হত্যা করে দুই যুবক। সে শমসেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ছিল। ঘটনার ১৭ দিন পর ২২ ফেব্রুয়ারি মধ্য রাতে ঘটনার সাথে জড়িত নারায়ণ টিলার দিবস রেংগেট (১৯) ও ২৩ ফেব্রুয়ারি ভোরে একই এলাকার উজ্জল বাউরিকে শমশেরনগর চা বাগান এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘পূর্ণিমা রেলীর হত্যাকারীদের আমরা গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com