কুলাউড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েছ গ্রেপ্তার

April 13, 2025,

স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় ৩২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েছ মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ১১ এপ্রিল সন্ধ্যায় উপজেলার কাদিপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কয়েছ রাউৎগাঁও ইউনিয়নের উত্তর কৌলা গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে কাদিপুরের মধ্য চুনঘর এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েছকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com