কুলাউড়ায় থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলোনা নয়নের

April 5, 2025,

এস আর অনি চৌধুরী : কুলাউড়ায় চুরি-ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আটক নয়ন (২৬) নামের এক তরুণ পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে থানা থেকে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। পালানোর ৪ ঘন্টার মধ্যে পুলিশের চিরুনি অভিযানে রেলস্টেশন থেকে তাকে ফের আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে থানা থেকে পালানোর মামলা দায়েরের পর তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।  শুক্রবার ৪ এপ্রিল এ ঘটনা ঘটে। নয়ন শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগে একটি বাসায় ভাড়া থাকেন।

শনিবার ৫ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার। তিনি বলেন, পৌর শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার দুপুরের দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়নসহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে এসআই কক্ষে আটকে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়ন শৌচাগারে যাওয়ার কথা জানালে ওই কক্ষের বাইরে দায়িত্বে থাকা নারী কনস্টেবল দরজা খুলে দিলে নয়ন তাকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে যান। এরপর তাকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করলে রাত সাড়ে ১০টার দিকে রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষের ভেতর থেকে তাকে আটক করা হয়।

ওসি আরও বলেন, নয়নের বিরুদ্ধে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় ৫টি মামলা রয়েছে। থানা থেকে পালানোর অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com