কুলাউড়ায় ব্যবসায়ী সমিতি নির্বাচনের মনোনয়ন বিক্রি শুরু কাল

স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, রবিবার ৬ এপ্রিল ও সোমবার ৭ এপ্রিল মনোনয়নপত্র ক্রয়, মঙ্গলবার ৮ এপ্রিল দাখিল, বুধবার ৯ এপ্রিল বাছাই, বৃহস্পতিবার ১০ এপ্রিল প্রত্যাহার ও শনিবার ১২ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে সভাপতি পদে ১ জন, সহসভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন এবং নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক (শুধুমাত্র মহিলা ব্যবসায়ীদের জন্য) ১ জন। এ ছাড়া ৮টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ১ জন ওয়ার্ড সম্পাদক ও ২ জন করে ওয়ার্ড সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ খন্দকার লুৎফুর রহমানকে আহবায়ক করে নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করেন। পরিষদের অন্যান্য সদস্যরা হলেন-সাবেক পৌর মেয়র শফি আলম ইউনুছ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বদরুল ইসলাম বদই, দেব দুলাল চৌধুরী প্রদীপ ও খন্দকার আব্দুস সোবহান।
মন্তব্য করুন