খেলাধুলাই যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে, লে. কর্ণেল মেহেদী হাসান

October 19, 2024,

সাইফুল ইসলাম সুমন : বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেছেন- খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে। আজকের যুবসমাজ হলো ভবিষ্যত বাংলাদেশের রুপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্দোমী এবং এ বিষয়ে উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। বিজিবি সীমান্ত এলাকায় আস্থার প্রতীক হয়ে কাজ করার পাশাপাশি সকল সামাজিক কর্মকান্ডে জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
শুক্রবার ১৮ অক্টোবর বিকেলে জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী রত্না খেলার মাঠে প্রভাতী ক্রীড়া চক্র রত্না’র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রীতি ম্যাচে প্রভাতি ক্রীড়া চক্র রত্না কে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ট্রাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে আলী ফুটবল একাডেমি, সিরাজগঞ্জ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রভাতী ক্রীড়া চক্র রত্না’র প্রতিষ্ঠাতা সভাপতি পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজ, ইউপি সদস্য কামরুল ইসলাম, সমাজসেবক শাহীন আহমেদ রুলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদুল ইসলাম প্রিন্স, ডাঃ নজরুল ইসলাম নয়ন, আব্দুল হেকিম ইমন, সমাজসেবক রুবেল আহমেদ, আব্দুর রব, রত্না প্রভাতী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সুমন রায় শিশু প্রমুখ।
সভাপতির বক্তব্যে পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চু বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।’ খেলাধুলা সহ সামাজিক এসব আয়োজন সব সময় অব্যাহত রাখব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com