খেলাফত রাষ্ট্রব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না -আল্লামা মামুনুল হক
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, এ দেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এজন্য এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিল্পব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না।
মৌলভীবাজার ১৯ জানুয়ারী রবিবার সকাল ১১ঘটিকা শাখা সভাপতি মাওঃ আব্দুল মুকিদ এর সভাপতিত্বে ও জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দিন এবং রাজনগ উপজেলা সহ সাধারণ সম্পাদক মাও আব্দুল্লা আল মামুন এর যৌথ পরিচালনায় বাংলাদেশ খেলাফত মজলিস রাজনগর উপজেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন সৈরাচার (শেখ হাসিনা) ছিলেন এক দানব, তার পেছনে ছিলেন আরও বড় এক দানব। তাকে কেউ নড়াতে পাড়েনি। তার এতো বড় দানবীয় শক্তি, এতো বড় দল। কিন্তু স্কুল, কলেজ, মাদরাসার ছাত্ররা ও জনতা রাজপথে রক্তের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আন্দোলন গড়ে তোলে এই দানবের মোকাবিলা করে তাকে উৎখাত করেছে।
মন্তব্য করুন