খেলার মাঠ বিক্রির পায়তারার অভিযোগে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক) : মৌলভীবাজারে প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের ভুমি খেলার মাঠ বিক্রির পায়তারার অভিযোগে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ এপ্রিল দুপুরে মৌলভীবাজার প্রেসবিটারিয়ান চার্চ এর ভিতর বসবাসকারী পরিবারবর্গ এবং সেখানে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থী সহ শতাধিক লোকজন মানববন্ধন ও র্যালীতে অংগ্রহণ করে।
তাদের অভিযোগ থেকে জানা যায়, অতীতেও মিশন উন্নয়নের নামে কতিপয় দূর্নীতিবাজ সংবিধান পরিপন্থি, অনিয়মতান্ত্রিক স্বঘোষিত অবৈধ মি: শংকর মারাক, মি: সুমেন বেসরা এবং রেভা: যাকোব কিসকু গং এবং তাদের সহযোগী চক্ররা শতবছরের ঐতিহ্যবাহী চার্চের মাঠ ও অফিসের পাশের যায়গা বিক্রির পায়তারা করে আসছে।
মানববন্ধনকারীরা জানান, ইতিপূর্বেও সিলেট, সুনামগঞ্জ, শায়েস্তাগঞ্জ এলাকার অনেক জমি উন্নয়নের নামে বিক্রি করে সমস্ত টাকা আত্মসাৎ করা হয়েছে। এখন বিভিন্ন সূত্রে জানা গেছে মৌলভীবাজার মিশনের ভিতরের ভুমি বিক্রির পায়তারা চলছে। তাই মিশনবাসীরা তাদের মিশনের ভূমি রক্ষার জন্য মানববন্ধন ও র্যালীর করছি। যেন কোনভাবেই আমাদের মিশন এলাকার ভুমি বিক্রি বা লিজ দিতে না পারে।
এ ব্যাপারে মৌলভীবাজার প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের ভূমি উন্নয়ন কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে অবহিত করা হয়। কোন যায়গা যাতে কেউ লিজ বা সাব-কবলা রেজিষ্টি দলিল সম্পাদান না করতে পারে সে বিষয়ে সাব-রেজিষ্ট্রার বরাবর লিখিতভাবে অবহিত করা হয়েছে।
তারা আরো জানান, ২০১৭ সাল থেকে অদ্যাবধি মৌলভীবাজারে প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের কোন বৈধ সভা হচ্ছে না এবং বৈধ কমিটি গঠিত হচ্ছে না। তাই পুরাতন কমিটি তাদের সাজানো কিছু অবৈধ লোকজনের নাম ব্যবহার করে এ ধরনের অবৈধ কাজ প্রতি বছরই করে যাচ্ছে। যা মিশনবাসী মেনে নিতে পারছেনা। এই দূর্নীতিবাজ কমিটির অধিকাংশ লোকের বসবাস ভারতের বর্ডার এলাকায়। কোন প্রকার আইনি সহায়তা গ্রহণ করলেই তারা তখন ভারতের বাসিন্দা হয়ে যান।
মন্তব্য করুন