গাজায় বর্বরোচিত হামলা ও গণহত্যা বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আব্দুর রব : ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে তারাবির নামাজের পর বড়লেখা পৌরশহরে উপজেলা খেলাফত মজলিস ও শুক্রবার ২১ মার্চ বাদ জুম্মা তাওহীদি মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে মুসলিম নিধন বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের যথাযথ ভুমিকা পালনের দাবী জানান। সেই সাথে ইসরাইলী ও ভারতীয় পন্য বয়কট করে বিশ্ববাসীকে জুলুম নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উপজেলা খেলাফত মজলিস সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপনের পরিচালনায় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, ইসলামি ছাত্র মজলিস নেতা খসরুল আলম, জাকারিয়া হোসাইন জাকির, খেলাফত মজলিস দাসেরবাজার ইউনিয়ন সভাপতি মাওলানা আপ্তাব উদ্দিন প্রমুখ।
এদিকে শুক্রবার বাদ জুম্মা তাওহীদি মুসলিম জনতা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী এনামুল হক।
ফয়সল আলম স্বপনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমদাদুল ইসলাম, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান, প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, প্রভাষক তারেক আহমদ, তরুণ সমাজ সেবক মোহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, খতিব মাওলানা আব্দুল্লাহ আলী, যুবনেতা হাফিজ সফিক আহমদ প্রমুখ।
মন্তব্য করুন