গাজা গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশে-ইসরাইলী পণ্য বর্জনের আহবান

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইহুদীবাদী ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজার শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার আলেম-উলামারা। বুধবার বিকালে শহরের শাহ্ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহ প্রাঙ্গণে জেলা উলামা পরিষদের উদ্যেগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উলামা পরিষদ মৌলভীবাজার এর সভাপতি আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক এর সভাপতিত্বে ও মাওলানা রশিদ আহমদ, মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ এর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উলামা পরিষদের সহ-সভাপতি মুফতি শামছুজ্জোহা, সহ-সভাপতি মাওলানা আহমদ বিলাল,মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা এমদাদুর রহমান, মাওলানা আব্দুর রহিম নোমানী, মাওলানা আব্দুর রহমান,মাওলানা সাদ আমিন, মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ, মাওলানা সালেহ আহমদ হামিদী, মাওলানা আব্দুল কুদ্দুস ও মাওলানা হিফজুর রহমান হেলাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন কেবল ইসরাইলী পণ্য বয়কট করলেই হবে না তাদের সমর্থকদেরও বয়কট করতে হবে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বক্তারা বলেন যে সমস্ত নিত্যপণ্য ইহুদিরা তৈরি করে সেই সব পণ্য আমাদের দেশে তৈরির ব্যবস্থা দ্রুত তৈরীর দাবী করেন। পাশাপাশি ইসরাইলী পণ্য তৈরীকরা প্রতিষ্ঠার বন্ধের দাবী করেন। এতে নিজ দেশের অর্থনীতি ভাল হবে এবং দেশের মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে। সমাবেশ শেষে জেলার শীর্ষ আলেম শায়খুল হাদীস মুফতি রশিদুর রহমান ফারুকীর দোয়ার মাধ্যমে সমাবেশ শেষ হয়।
মন্তব্য করুন