ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

October 23, 2024,

স্টাফ রিপোর্টার : চবিতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা। জুলাই গণহত্যা। ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ডসহ সকল অপকর্মের জন্য ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা।

সোমবার ২১ অক্টোবর রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা মশাল হাতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাবের সামন থেকে শুরু হয়ে চৌমুহনাসহ শহর প্রদক্ষিণ করে কুসুমবাগ গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধিগণ চট্রগ্রাম  বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন বিগত ১৬ বছর দেশের সকল স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ। এছাড়া জুলাই আগস্টে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যা করেছে ছাত্রলীগ। তাই ২৪ এর স্বাধীনতার পর নতুন বাংলাদেশে সন্ত্রাসী ছাত্রলীগের রাজনীতি করার অধিকার নেই। তারা অবিলম্বে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com