জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

October 19, 2024,

সাইফুল ইসলাম সুমন : জুড়ী উপজেলার সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর এর সভাপতিত্বে বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন সীমান্তে মাদক, চোরাচালান ও প্রশাসনের সকল বিভাগে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় তিনি আরো বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে মাননীয় প্রধান উপদেষ্টা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যারা সরকারি কর্মকর্তা আছি আমারও পরিশ্রম করে যাচ্ছি। পরিচ্ছন্ন মৌলভীবাজার গড়ে তুলতে চাই। নিশ্চয়ই জুড়ী তার একটি অংশ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা মৌলভীবাজার জেলাকে পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টার), জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, তৈবুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমেদ, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী, জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খান, উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, জায়ফরনগর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, পশ্চিমজুড়ী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমিত সিংহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা নিখাত সুলতানা, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফছা হাবিবা, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, মানিকসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিতাংশু শেখর দাশ,  জুড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মিয়া, আফজাল হোসেন, মোঃ সাইদুল ইসলাম হৃদয়, উসমান গনি, আমির হামজখ প্রমুখ।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com