জুড়ীতে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বড়লেখা ও জুড়ী আসনের আগামি সংসদ নির্বাচনের বিএনপি দলীয় সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু রোববার ৬ এপ্রিল জুড়ী উপজেলার ৬ ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীর সাথে ঈদ পুনর্মিলনী সভা ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসময় মিঠু বলেন, প্রায় সাড়ে ১৫ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা আমাদের দলের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের শান্তিতে ঈদ করতে দেয়নি। অনেকে পরিবার পরিজনের জানাজায়ও অংশ নিতে পারেননি। দেশকে একটি কারাগারে পরিণত করেছিল। জুলাইয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবে গনহত্যাকারি শেখ হাসিনা ও তার দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়। প্রায় দেড়যুগ পর আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছি।
বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর সভাপতিত্বে ও জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান চুনুর সঞ্চালনায় ক্লাব রোডস্থ নিজ বাসভবনে
অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক মো: মোস্তাকিম হোসেন বাবুল, সদস্য হাজী আব্দুল মোহিত, নাজমুল ইসলাম, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, ফখরুল ইসলাম শামীম, সাহিন আহমদ রুয়েল, বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
মন্তব্য করুন