জুড়ীর লাঠিটিলা সীমান্তে ২ রোহিঙ্গা ও ৩ বাংলাদেশী নাগরিক আটক

September 9, 2024,

আব্দুর রব : জুড়ী উপজেলার লাটিটিলা সীমান্ত থেকে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। রোববার ৮ সেপ্টেম্বর সকালে এলাকাবাসী সীমান্তের ১৮০২ মেইন পিলারের কাছে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের আটক করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাঠিটিলা বিজিবির হাতে আটককৃতদের হস্তান্তর করেন।

আটকরা হলেন, কক্সবাজার কুতুপালং ক্যাম্পের মৃত আলী আকবরের ছেলে মুস্তাফিজুর রহমান (৫৫), আমানুল্লাহর মেয়ে আছমা বিবি (১৯)।

বাংলাদেশী নাগরিকরা হলেন, হানিফ সরদার (২৪), লিলিমা খাতুন (২৬), পিতা আব্দুল হাকিম সরদার, সুমাইয়া আক্তার (১৯), স্বামী হানিফ সরদার। তারা সবাই খুলনা জেলার তেরখাদা থানার আজুগড়া গ্রামের বাসিন্দ। বিজিবির পক্ষ থেকে আটককৃতদের জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, বিজিবি অন্যত্র টহলে থাকায় রোববার ভোর বেলা সীমান্তের ১৮০২ মেইন পিলারের কাছে ঘোরাফেরা করতে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশীকে দেখতে পায় স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিরা। পরে স্থানীয়রা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বিজিবির কাছে সোপর্দ করে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়েছিল।

জুড়ী থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক দুই জন রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে এবং বাকি ৩ আসামীকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com