টাস্কফোর্স কমিটির অভিযানে মসলা মিলসহ ৪টি প্রতিষ্ঠানে জরিমানা

October 25, 2024,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে টাস্কফোর্স কমিটির সদস্যের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি মসলামিলসহ ৪টি প্রতিষ্টানকে ৫৩ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের নতুনবাজার, সোনার বাংলা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, সবজির পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ও মশলার মিলে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুন বাজারে অবস্থিত সোহাগ সবজি ভান্ডারকে ১ হাজার টাকা, মোজাফ্ফল সবজি ভান্ডারকে ১ হাজার টাকা, লোকনাথ বানিজ্যালয়কে ১ হাজার টাকা, সোনার বাংলা রোডে অবস্থিত রকিব মশলার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com