টিম স্বপ্নকুঁড়ি’র রমাদ্বানে গজল প্রতিযোগিতর পুরষ্কার বিতরনী ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে টিম স্বপ্নকুঁড়ির আয়োজনে ও টিম স্বপ্নকুঁড়ি (বিজনেস ফোরাম) এর ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে অনলাইন গজল প্রতিযোগিতা- ২০২৫ এর পুরষ্কার বিতরনী ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ এপ্রিল মৌলভীবাজারের লরেল হিলস পার্কে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তোলে দেন টিম স্বপ্নকুঁড়ির নেতৃবৃন্দ। টিম স্বপ্নকুঁড়ির প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী রোভার লিমন আহমদ এর সার্বিক পরামর্শে আয়োজনকে সুন্দর ও সফল করতে অনুষ্ঠানে মৌলভীবাজারে টিম স্বপ্নকুঁড়ি ও টিম স্বপ্নকুঁড়ি (বিজনেস ফোরাম) এর মো: শামীম আহমেদ, আব্দুল কাদির, একরাম হোসাইন, এসকে সোহাগ হোসাইন, আতিকুর রহমান, মোহাম্মদ সাহান, শাহিদুর রহমান শাওন, মো: জসিম মিয়া, আফিয়া আক্তার, রাফা চৌধুরী, সানজানা মিরা, রোভার মাহিমা তালুকদার নূরী সহ বিজয়ীদের সাথে আসা বন্ধুবান্ধব ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
টিম স্বপ্নকুঁড়ির গত ৩০ মার্চ রাত সাড়ে ১০টায় তাদের ফেইসবুক পেইজ-এ পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে অনলাইন গজল প্রতিযোগিতা- ২০২৫ এর বিজয়ীদের নাম ঘোষণা করে। নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট অর্জনকারী ১ম বিজয়ী মৌলভীবাজার সদর উপজেলার সাদিয়া জান্নাত নিছা, ২য় বিজয়ী হবিগঞ্জ সদর উপজেলার শেখ শাহেবা এবং ৩য় বিজয়ী মৌলভীবাজারের রাজনগর উপজেলার তামান্না আক্তার।
এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার ইমরান হোসেন (৪র্থ), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তানজিনা আবেদীন মীম (৫ম), মৌলভীবাজার সদর উপজেলার মো: নাফিস ইমতিয়াজ (৬ষ্ঠ), মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আহমেদ জুনেদ (৭ম), মৌলভীবাজার সদর উপজেলার এস,এম রুহুল আমিন (৮ম), হবিগঞ্জ সদর উপজেলার শেখ তাহসিনা (৯ম) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাসিবুন ফরিদা (১০ম) বিজয়ী হিসেবে শুধু সনদপত্র ও ক্রেস্ট অর্জন করেন।
আয়োজকদের বরাতে জানা যায়, প্রতিযোগীতায় অংশগ্রহণকারীরা ২১ রমাদ্বান থেকে ২৬ রমাদ্বান পর্যন্ত কোনপ্রকার এডিট, ইফেক্ট বা ডাবিং ছাড়া সরাসরি নিজস্ব মোবাইলে ভিডিও রেকর্ড করে ই-মেইল বা ওয়াটসাপে ডকুমেন্ট করে পাঠিয়েছেন। বিজ্ঞ বিচারকরা গজলের সুর, তাল,লয়, গায়কী, উচ্চারণ ও বডি ল্যাংগুয়েজ বিবেচনা করে এবং ফেইসবুক পেইজে ভিউ, রিয়েকশন, কমেন্ট ও শেয়ার কাউন্ট এর মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করেছেন। প্রতিযোগিতায় সকল বয়সের ইসলামী সংগীতপ্রেমীদ ছেলে/মেয়ে সিলেট বিভাগের ৪টি জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আত্নবিশ্বাসের সাথে অংশগ্রহণ করেছেন। বিজয়ী ১ম, ২য় এবং ৩য় পুরস্কার ছিল ক্যাশ মানি, ক্রেস্ট ও সনদপত্র। ৪র্থ থেকে ১০ম বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।
টিম স্বপ্নকুঁড়ির প্রতিষ্ঠাতা মো: শামীম আহমেদ জানান, প্রতিযোগিতা শুরুর দিকে আমরা বলেছিলাম ৫ জন বিজয়ীকে পুরস্কিত করবো। আমাদের ধারনা ছিলোনা এতো গজলপ্রেমি বন্ধুরা আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের আয়োজনে মোট ৫০ জন বন্ধু অংশগ্রহণ করেছেন। সবার গজলই ছিলো অসাধারণ। সকলে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় সুন্দর ও সফল একটি আয়োজনের সমাপ্তি করতে পেরে শুকরিয়া আদায় করছি। টিম স্বপ্নকুঁড়ির নানামুখী সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। অনলাইন গজল প্রতিযোগিতা-২০২৫ এর ১ম স্থান অর্জনকারী বিজয়ী মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড বড়কাপনের বাসিন্দা, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক অনার্স অধ্যায়নরত আবৃত্তিশিল্পী সাদিয়া জান্নাত নিছা টিম স্বপ্নকুঁড়ির এমন আয়োজনের প্রশংসা করে বলেন, রমাদানে ফেসবুকে টিম স্বপ্নকুঁড়ির এ আয়োজন দৃষ্টিগোচর হলে সময় সল্পতার জন্য কোনপ্রকার প্রস্তুতি ছাড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। বিশ্বাস ছিলো আমি ভালো কিছু করবো। আমার গজল এতো বেশি লাইক, কমেন্ট, শেয়ার হয়েছে, যা কল্পনাতীত। আমি সবার কাছে কৃতজ্ঞ। আজকের দিনটি আমার কাছে স্মৃতিময় একটি দিন হয়ে থাকবে। ধন্যবাদ জানাই আয়োজকবৃন্দ সহ টিম স্বপ্নকুঁড়ির সকল সদস্যবৃন্দকে। আমি আশা ও বিশ্বাস করি টিম স্বপ্নকুঁড়ির প্রতিটি কাজ সমাজ পরিবর্তনে অসামান্য অবদান রাখবে। টিম স্বপ্নকুঁড়ি তাদের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাক এই কামনা করছি।
মন্তব্য করুন