তিনঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক 

April 13, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : তিন ঘন্টা পর রাত সোয়া ৯টায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৫.৫৩ মিনিটের সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস কমলগঞ্জের শমশেরনগর রেলস্টেশন পৌছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৫.৫৩ মিনিটের সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশন আসলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে প্রায় তিনঘণ্টা পর রাত সোয়া ৯টায় পুনরায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ইঞ্জিন বিকল হওয়ায় সিলেট গামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্য স্থানে ছুটেন। শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, সিলেটগামী পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশন আসার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে রাত সোয়া ৯টার দিকে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন আসার পর পুনরায় সিলেটের উদ্দেশ্য ট্রেনটি যাত্রা শুরু করে। এসময় সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। রাত সাড়ে ৯টার দিকে কালনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com