দারুল ক্বিরাত ফুলতলী ট্্রাস্টের অধীনে রাজনগরে ১৫ হাজার শিক্ষার্থী নিচ্ছে বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণ

March 14, 2025,

রাজনগর প্রতিনিধি : রাজনগরে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে ১৫ হাজার শিক্ষার্থী কোরআন প্রশিক্ষণ নিচ্ছে। পবিত্র কোরআন নাজিলের এ মাসকে কেন্দ্র করে বিশুদ্ধ কোরআন শিক্ষার প্রতিষ্ঠান মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে প্রতি বছরের ন্যায় এবারও ৯৪টি শাখায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্ট সূত্রে জানাযায়, ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের বিশুদ্ধ কোরআন শিক্ষার উদ্দেশ্যে ১৯৫০ সালে পবিত্র কোরআন নাজিলের মাসে মূলত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা শুরু হয়। কোন ধরণের সরকারি অনুদান বা পৃষ্ঠপোষকতা ছাড়াই ৭৫ বছর ধরে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে বাংলাদেশ সহ সারা বিশে^র বিভিন্ন দেশে এ কার্যক্রম চলমান রয়েছে। বিশুদ্ধ কোরআন শিক্ষার এ প্রশিক্ষণে মাদ্রাসা শিক্ষার্থীর পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে। শাখা গুলো পরিচালনায় প্রতিটি উপজেলায় রয়েছে লতিফিয়া ক্বারী সোসাইটি নামীয় সংগঠন। দারুল ক্বিরাতের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধূরী ফুলতলী ছাহেব (র.) তার পীর ও মুর্শিদ শাহ ছুফি হযরত ইয়াকুব বদরপুরীর (রহ.) নির্দেশে প্রথমে প্রখ্যাত ক্বারী হযরত ইরকুসুস আল মিসরী (রহ.) এর অন্যতম খলিফা হযরত মাওলানা হাফিয আব্দুর রউফ শাহবাজপুরী, করমপুরী (রহ.) ছাহেবের নিকট কোরআন শরীফ তেলাওয়াতের তালিম নেন। পরবর্তীতে মক্কাশরীফের ইমামগণের পরীক্ষক, মিসরী বংশোদ্ভুত, রঈসুল কোররা হযরত আহমদ হিজাযী মক্কী (রহ.) এর নিকট ক্বিরাতের শিক্ষা গ্রহণ করেন। আহমদ হিজাযী মক্কী(রহ.) ফুলতলী ছাহেবকে নসিহত করে বলেছিলেন, এটা (ক্বিরাত প্রশিক্ষণ) তোমার কাছে আমার আমানত, এতে যেন কেয়ানত না হয়। উস্তাদের এ নির্দেশকে কেন্দ্র করেই তিনি ১৯৫০ সালের রমজান মাসে প্রাতিষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা করেন। যা আজ অবদি চলমান রয়েছে।

জানাযায, রাজনগরে এ বছর ১৩টি শাখায় খামিছ জামাতে ৬০৯ জন, ৪৪টি শাখায় রাবে জামাতে ৩ হাজার জন, ২৩টি শাখায় ছালিছ জামাতে ১৬১২ জন, ১০ শাখায় ছানী জামাতে ২০১৮ জন, ৪টি শাখায় আউয়াল জামাতে ২ হাজার জন, জামাতে সুরা (ফরিক-১,২) ৮ হাজার ৮২ জন দারুল ক্বিরাত প্রশিক্ষনে অংশ গ্রহন করেছে।

মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী হানতামা আক্তার মুমিনা জানায়, বিশুদ্ধ ভাবে কোরআন পাঠ করতে শেখার জন্য দারুল ক্বিরাতে ভর্তি হয়েছি। জামাত হাদিস পর্যন্ত প্রশিক্ষণ নেয়ার নিয়ত করেছি।

কাসিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার ও দারুল ক্বিরাতের নাজিল মাও. গৌসুজ্জামান বলেন, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ও দ্বীন প্রতিষ্ঠায় দারুল ক্বিরাত প্রশিক্ষণ একটি চমৎকার উদ্যোগ। প্রতি বছর এতে অংশ গ্রহনকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এ ব্যাপারে রাজনগর উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাও. রাহেল আহমদ বলেন,  ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের বিশুদ্ধ কোরআন শিক্ষার উদ্দেশ্যে ১৯৫০ সারে পবিত্র কোরআন নাজিলের মাসে মূলত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা শুরু হয়। ৭৫ বছর ধরে দেশ-বিদেশের ধর্মপ্রাণ ভাই-বোনদের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল ও সফল ভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com