দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে ছাই, কৃষক আহমেদ আলীর সবজি বাগান- ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

April 16, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হলো কৃষক আহমদ মিয়ার সবজি বাগানে একটি ঘরসহ ৮ হাজার চটি ও সাড়ে ৪ হাজার সবজির চারা। ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ কৃষক আহমদ আলীর।

ক্ষতিগ্রস্ত কৃষক বলেন – ১৫ এপ্রিল রাত্রে মাধবপুর চা বাগানের সুন্দর বন সংলগ্ন মরা নদী নামক স্থানে সবজি বাগানে আমার কর্মরত শ্রমিকদের মজুরি দিয়ে রাত আনুমানিক রাত্র ১১ টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন নিজ বাড়িতে যাওয়ার পর আমার কাছে খবর আসে আমার সবজি বাগান আগুনে পুড়ছে। আমার বাগানের একটি ঘরে যাবতীয় মালামাল ছিলো  ঘটনার আগেও প্রায় দেড় দুই লাখ টাকার সার, কিটনাশক, পলিথিন এনেছি। এছাড়াও ছিল ৩ টি পানির পাম্প, দেড় হাজার ফুট পাইপ ও আখ মাড়াইকৃত ১৫ টিন গুড় ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। কাটাবিল কিছু লোকের সাথে আমার পূর্ব বিরোধ ছিল হয়তো তারাই এ ঘটনা ঘটিয়েছে। কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com