দেশের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : মহসিন মিয়া মধু

সাইফুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেয়র মহসিন মিয়া মধু বলেছেন, বিগত সরকারের আমলে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মী খুন-গুমের শিকার হয়েছেন। নানাভাবে নির্যাতন করা হয়েছে আমাদের নেতাকর্মীদের। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে দিনের পর দিন আটক রাখা হয়েছিল এবং তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বিচারের নামে প্রহসন করে তাঁকে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল।
রবিবার ২৩ মার্চ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,”ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে দেশে একটি বিপ্লবী সরকার গঠিত হয়েছে। এই কাজটি সহজ ছিল না। স্বৈরাচারীদের বিদায় করতে সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন। তাই দেশের স্বার্থে আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ফ্যাসিস্টরা আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
মহসিন মিয়া মধু বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের বৈষম্য দূর করতে হলে আমাদের প্রতিটি কাজের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে, সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে এবং ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।”
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী সায়েস্তা ও ছাত্রনেতা মো: মিনহাজ রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তারেক খন্দকার ও আহবায়ক কমিটির সদস্য মো: ইয়াকুব আলী, কমলগঞ্জ পৌর বিএনপি নেতা ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, পৌর বিএনপি নেতা শফিকুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন