পিএফজি শ্রীমঙ্গলের ত্রৈ-মাসিক সভা ও ইফতার অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পিস ফ্যাসেলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের ত্রৈ-মাসিক সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ মার্চ শ্রীমঙ্গলের গুহ রোডস্থ একটি অভিজাতের রেষ্টুরেন্ট এ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ টি এটেস্ট স্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব রেজা এর সভাপতিত্বে ও স্থানীয় সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট ফিন্ড কো- অর্ডিনেটর আকলিমা চৌধুরী ও সুনামগঞ্জের ফিন্ড কো-অর্ডিনেটর খুদরত পাশা।
বক্তব্য রাখেন স্থানীয় এ্যাম্বেসেডর জহির উদ্দিন শামীম, কাজী আছমা, সদস্য মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ইউপি সদস্য মকসুদুর রহমান, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শিক্ষিকা সনাক সদস্য রহিমা বেগম, রিনা মজুমদার, নাজমুন নাহার লাভলি, ফারিহা তাবাসসুম, আন্ত:ধর্মীয় সংলাপ কমিটির সদস্য মাও এম এ রহিম নোমানি, পঞ্চায়াত সভাপতি নূর আহমেদ, নারী নেত্রী মনি আক্তার শাহিদা, সাংবাদিক নূর মোহাম্মদ সাগর
উপস্থিত ছিলেন পিএফজি শ্রীমঙ্গলের সদস্য সাবেক জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী, উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ তালুকদার, সাংবাদিক রুবেল আহমদ, মো, আনহারুল ইসলাম, মো, সামছুল ইসলাম, দীপশিখা কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আফরিন রোজ, নারী উদ্যোক্তা খায়রুন নাহার লিপি, শিরিন আক্তার, পিস ইয়ুথ এ্যাম্বসেডর গ্রুপের সহ আহবায়ক সিরাজাম মনিরা, সদস্য এ কিউ এম নাঈম আর রহমান ও সৈয়দ আরমান জামি।
এছাড়াও ইফতারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন ও দৈনিক আনন্দবাজার এর প্রতিনিধি এম মুসলিম চৌধুরী প্রমুখ।
ত্রৈ-মাসিক সভায় কেন্দ্রীয় নির্ধারিত কর্মসূচির বাইরেও স্থানীয় পর্যায়ে এবং বিশেষ প্রয়োজনে বিভিন্ন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও আগামী বুধবার শিশু আছিয়া কে ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য করুন