প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টূর্ণামেন্ট, ৮ উইকেটের জয় দিয়ে শুরু শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টূর্ণামেন্ট, মৌলভীবাজার জেলার উদ্বোধনী ম্যাচে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
টসে জিতে ব্যাট করতে নেমে পিসি উচ্চ বিদ্যালয় ২৬.১ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে রাহীম ৩০,আশফাক ২২ রান করেন। ভিক্টোরিয়া স্কুলের পক্ষে রবিন ৩৯ রানে ৩ টি,সাজ্জাদ ১৬ রানে ২ উইকেট লাভ করেন। ১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৮ রান করে জয়ী হয়।
রবিন ২৫, রাফি অপ: ২৪ রান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) বুলবুল আহমদ।
উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার ধ্রুব জ্যোতি চৌধুরী,জেলা ক্রীড়া অফিসার মাজহারুল হক মজিদ, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,
জেলা ক্রিকেট কোচ রেজওয়ান মজুমদার রুমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের রবিন ব্যাট হাতে ২৫ রান ও ৬ ওভার বল করে ৩৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
মন্তব্য করুন