ফ্রান্সে বড়লেখার উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির কমিটি গঠন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার ৩০ ডিসেম্বর রাতে প্যারিস উপকণ্ঠের সারসেলের একটি রেস্টুরেন্টে সাবেক সভাপতি মো. ইলিয়াস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পারভেজ আহমদকে সভাপতি ও হাসান আল বান্নাকে সাধারণ সম্পাদক মনোনীত করে গঠিত কার্যনির্বাহী কমিটির ১২ সদস্যের নাম ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি শরীফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম গৌছ, সহ-অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক বিলাল আহমদ, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মনাফ, ক্রীড়া ও নবীন বরণ সম্পাদক মুহিবুর রহমান এবং সহ-ক্রীড়া ও নবীন বরণ সম্পাদক ইমরান আহমদ।
মন্তব্য করুন