বড়লেখায় অবৈধভাবে মাটি কর্তনের দায়ে জরিমানা

April 17, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার কানুনগো বাজার এলাকায় উর্বর কৃষি জমির মাটি কেটে বিপনের দায়ে একজন ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৫ এপ্রিল মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও (অ.দা.) মোহাম্মদ আসলাম সারোয়ার। দণ্ডিত ট্রাক্টর চালকের নাম জাহেদ আহমদ। তিনি মুর্শিবাদকুরা গ্রামের মৃত মস্তই মিয়ার ছেলে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও (অ.দা.) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে পরিবহনের কারণে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে একজন ট্রাক্টর চালককে ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এইধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com