বড়লেখায় অস্বচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে প্রবাসী কল্যাণ পরিষদের ফার্নিচার উপহার

December 28, 2024,

আব্দুর রব : বড়লেখায় অস্বচ্ছল পরিবারের কন্যা দায়গ্রস্থ পিতার পাশে দাঁড়িয়েছে প্রবাসী কল্যাণ পরিষদ। সামাজিক এই সংগঠনটির অর্থায়নে হতদরিদ্র ব্যক্তির মেয়ের বিয়েতে উপহার স্বরূপ লক্ষাধিক টাকার আসবাবপত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার ২৭ ডিসেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে উপহারের এই ফার্নিচার সংগঠনের নিজস্ব পরিবহনে বরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে বিয়ের উপহার প্রদান উপলক্ষে স্থানীয় বিছরাবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আবুধাবি প্রবাসী সমাজসেবক সাহাব উদ্দিন।

পরিষদের উপদেষ্ঠা মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় উপহার প্রদানের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক আব্দুল মোহাইমিন, প্রবাসী কল্যাণ পরিষদের শুভকাঙ্খি কামিল আহমদ, ব্যাংক কর্মকর্তা হাফেজ জয়নাল উদ্দিন, আমিনুল বাবলু, আলী হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com