বড়লেখায় পাখিয়ালা প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

January 9, 2025,

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে পাখিয়ালা প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। বুধবার ৮ জানুয়ারি দুপুরে পাখিয়ালা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্থানীয় একটি মাঠে এর উদ্বোধন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ ফারুক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাখিয়ালা স্পোর্টিং ক্লাবের সভাপতি তাওহীদ সারওয়ার মান্না।

অনুষ্ঠানে নাহিদ বখতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ তুতিউর রহমান তুতাব আলী, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সফিকুর রহমান, বড়লেখা মুহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, ব্যবসায়ী মাহতাব উদ্দিন, বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের খেলোয়াড়  সাফকাত জামান, তানভীর আজিজ, মাসদিদ জুবায়ের, ব্যবসায়ী, আব্দুল মজিদ, সিরাজ উদ্দিন, ফখরুল ইসলাম, শাহীন আহমেদ, ফরহাদ হোসেন, আমিনুল ইসলাম ও আলতাফ হোসেন।

উদ্বোধনী ম্যাচে পাখিয়ালা স্টাইকার্সের মুখোমুখী হয় পাখিয়ালা ঈগল এলাইট। প্রথমে টচ জিতে ব্যাট করতে নামে পাখিয়ালা ঈগল এলাইট। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে দলটি। জবাবে ১৪৫ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে দুর্দান্ত ব্যাটিং করে পাখিয়ালা স্টাইকার্স। ৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে দলটি।

পাখিয়ালা ঈগল এলাইট হয়ে সর্বোচ্চ রান করেন মুন্না। চার-ছক্কা হাকিয়ে তিনি ২০ বলে ৫৮ রান সংগ্রহ করেন। এছাড়া দলের হয়ে জুনেদ ১৬ বলে ৩৬ রান ও সানি ১১ বলে ২৯ রান করেন। অন্যদিকে পাখিয়ালা স্টাইকার্সের পক্ষে সর্বোচ্চ রান করেন রায়হান। তিনি ১৩ বলে ৪৬ রান সংগ্রহ করেন। এছাড়া আরাফাত ৯ বলে ১৯ রান ও রাশেদ ৫ বলে ১৮ রান সংগ্রহ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com