বড়লেখায় প্রাইম ব্যাংকের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আব্দুর রব : মরহুমা বখতুন্নেছা চৌধুরী ও ইষ্ট কোষ্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মরহুমা মেরিনা ইয়াসমিন চৌধুরীর মাগফেরাত কামনায় প্রাইম ব্যাংকের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যার্থে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার ৩০ ডিসেম্বর বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার ৫শ’ দুস্থ শীতার্ত নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা লায়েছ আহমদ।
প্রাইম ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক কাজী মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও কুলাউড়া শাখার এক্সিকিউটিভ অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান (এসভিপি) মোহাম্মদ হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, প্রাইম ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাছির উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।
মন্তব্য করুন