বড়লেখায় প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

December 29, 2024,

আব্দুর রব : বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শনিবার মৌলভীবাজার ইসলামিক সোসাইটি আয়োজিত প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বড়লেখা উপজেলার শতাধিক স্কুল ও মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির ৬১২ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে থেকে মেধানুসারে ২০ জনকে ট্যালন্টপুল গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। আগামি ১৬ জানুয়ারি জেলা পর্যায়ে ফলাফল ঘোষণা করা হবে।

মেধাবৃত্তির পরিচালকের দায়িত্বে ছিলেন অধ্যাপক আব্দুল মোহাইমিন, সদস্য সচিব ছিলেন প্রধান শিক্ষক রশিদ আহমদ খান ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক জাহিদ আহমদ খান।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাইয়ুম, বৃত্তি আয়োজক মৌলভীবাজার ইসলামিক সোসাইটির প্রেরণা মেধাবৃত্তির বড়লেখা সমন্বয়কারি অধ্যাপক আব্দুল হামিদ খান, মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জামায়াত নেতা নাজমুল ইসলাম, মুহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com