বড়লেখায় ফসলি জমির মাটি পাচার, ৩ ব্যক্তির দেড়লাখ টাকা জরিমানা
January 31, 2024,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার ডিমাই এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার ৩০ জানুয়ারি বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
দ-িতরা হলেন-বিওসি কেছরিগুলের সুবল ভুমিজ, কেরামত নগর দক্ষিণ গুল গ্রামের মাসুম আহমদ ও ডিমাই গ্রামের আবু বকর।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা অর্থদ প্রদান করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।
মন্তব্য করুন