বড়লেখায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

March 29, 2025,

আব্দুর রব : বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ৩০ জন শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পাথারিয়া ছোটলিখা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হুইল চেয়ার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান শাহীন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ সমাজকর্মী কামাল আহমদ। উন্নয়ন ফোরামের সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর এনামুল করিম, বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সমাজসেবক জয়নাল আবেদিন তাপাদার, নতুন বড়কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ, ব্যবসায়ী শাহীন আহমদ খান, নিসচা বড়লেখা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সাংবাদিক আশফাক আহমদ, সমাজসেবক মুজিবুর রহমান, লাল মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নয়, তারাও উন্নয়নের অংশীদার হতে পারে। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাকদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধীতা কোনোও অভিশাপ বা পাপ নয়। অন্যান্য সন্তানের মতো তাদেরকেও ভালোবাসা ও সেবা দিয়ে লালন পালন করতে পারলে তারাও একদিন দক্ষ হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com