বাংলা নববর্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির কাবাডি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

April 15, 2025,

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দ্দেশনায় ও মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৫ এপ্রিল বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সদর উপজেলা বিএনপি কাবাডি দল বনাম পৌর বিএনপি কাবাডি দল অংশগ্রহণ করে। খেলায় সদর উপজেলা বিএনপি কাবাডি দল ৩৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়।

 

পরে খেলায় পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ মুকিত, বকশী মিছবাহ উর রহমান, বদরুল আলশ, মুজিবুর রহমান মজনু, শ্যামলী সুত্র ধর, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ আহমদ,আব্দুল করিম ঈমানী, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ, যুগ্ম আহবায়ক সরোয়ার মজুমদার ইমন, মৌলভীবাজার কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ প্রমুখ।

খেলা পরিচালনা করেন জেলা যুবদল নেতা ক্রীড়া সংগঠক জিল্লুর রহমান ও কাবাডি সংগঠক দোলোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com