বাসদ কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার চৌমুহনায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং জেলা সদস্য এডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাসদ মৌলভীবাজার জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্ত।
গত ১০ ডিসেম্বর বুধবার সকাল ৮টায় কুমিল্লা সার্কিট হাউসের সামনে অবস্থিত নওয়াব ফয়জুন্নেসার মুরালে ৫ আগস্টের পর কে বা কারা কালো কালি মেখে রাখে। কুমিল্লা জেলা সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক কয়েকজন দলীয় কর্মীদের নিয়ে মুরালে লাগানো কালি পরিস্কার করতে থাকলে একদল সন্ত্রাসী পিস্তল হাতে নিয়ে এসে বেগম রোকেয়া এবং ফয়জুন্নেসাকে নোংরাভাবে গালিগালাজ শুরু করে একপর্যায়ে আব্দুর রাজ্জাকের ওপর পিস্তলের বাট দিয়ে উপর্যুপরি আঘাত করে। এমন সময়ে গুলি করতে উদ্যত হলে লোকজনের বাঁধার মুখে তারা মোটরসাইকেল নিয়ে চলে গেলে মানুষজন উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এখন পর্যন্ত কুমিল্লা পুলিশ আসামিদের একজনকেও গ্রেফতার করে নি।
সমাবেশে নেতৃবৃন্দ কমরেড আব্দুর রাজ্জাকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবির পাশাপাশি মৌলবাদী রাজনীতিকে পরিহার করে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বামপন্থার রাজনীতিকে শক্তিশালী করার আহ্বান রাখেন।
মন্তব্য করুন