বিএনপি নেতা গাজী মারুফের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল
স্টাফ রিপোর্টার: হাজারো মানুষের ভালোবাসায় চিরনিন্দ্রায় শায়িত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপি’র সদ্য সাবেক কমিটির ছাত্র-বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ আহমেদ।
বুধবার ৮ জানুয়ারি সকাল ১১ টায় তার নিজ গ্রামর বাড়ি মনুমুখ ইউনিয়নের বাউড়ঘড়িয়ায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে নামাজে জানাযায় অংশ নিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণের হাজারো মানুষের ঢল নামে।
জানাজার নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্ববায়ক ফয়জুল করিম ময়ূন, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। নেতৃবৃন্দরা তার রুহের মাফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সোমবার ৬ জানুয়ারি রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হলে শহরের লাইফ লাইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে পতিত স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য হয়রানি মূলক মামলার গ্লানি টানতে হয় তাকে। মৃত্যুকালে দুই ছোট্ট শিশু সন্তান, স্ত্রী,আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুণাগ্রাহী রেখে গেছেন।
বিনয়ী ও সদালাপী গাজী মারুফের মৃত্যুতে জেলাজুড়ে রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নামে। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন।
মন্তব্য করুন