ভূমি সংক্রান্ত পূর্ব-বিরোধের জের বড়লেখায় দু’পক্ষের সংঘ*র্ষে নারীসহ আ*হত ২৫, উভয় পক্ষের ৫ জনের অবস্থা আশংকাজনক

March 29, 2025,

আব্দুর রব : বড়লেখায় জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হিনাইনগর গ্রামের বালিছড়া মসজিদ প্রাঙ্গণে শুক্রবার জুম্মার নামাজের পর। আহতদের তিন জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একপক্ষের আহতরা হলেন- সফিক উদ্দিন, জয়নুল ইসলাম, ওয়াসির আলী, জামাল উদ্দিন, ফয়েজ মিয়া, নাহিদ ইসলাম, সাব্বির আহমদ, তাওহিদ আহমদ, জিয়াউর রহমান প্রমুখ। অপর পক্ষের আহতরা হলেন- আব্দুল খালিক, বেলাল আহমদ, দুলাল আহমদ, জাকারিয়া আহমদ, দিলারা বেগম, মিনারা বেগম ও সুহেল আহমদ প্রমুখ। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হিনাইনগর গ্রামের ইউপি সদস্য ফয়াজ আহদম ও আব্দুল খালিকের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার জুম্মার নামাজে আব্দুল খালিকের পরিবারের এক শিশু নামাজে দুষ্টামি করে। নামাজ শেষে ইউপি সদস্য ফয়াজ আহমদের পক্ষের নুরুল ইসলাম সানু ওই শিশুর গালে চড় মারেন। এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে মুছল্লিরা তা সমাধান করে দেন। পরে ইউপি সদস্য ফয়াজ আহমদের পক্ষের লোকজন দলবেধে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আব্দুল খালিকের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছেন। একপক্ষের আহতদের ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অপরপক্ষের আহতরা প্রাইভেট ক্লিনিকে ভর্তি হন। থানার ওসি আবুল কাশেম সরকার জানান, মারামারির ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com