মিথ্যা ও বিভ্রান্তমূলক তথ্য প্রচারের প্রতিবাদে প্রেমনগর চা শ্রমিকদের মানববন্ধন

April 17, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা বাগান শ্রমিকরা মিথ্যা ও বিভ্রান্তমূলক তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন পালন করে। হবিগঞ্জের জনৈক এস এম হুমায়ুন কবির প্রেমনগর চা বাগান জড়িয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তমূলক তথ্য প্রচার করে। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে চা শ্রমিকরা।

১৩ এপ্রিল রোববার দুপুরে চা শ্রমিক ও পাঞ্চায়েতবৃন্দ এর আয়োজন প্রেমনগর চা বাগানে শ্রমিক নেতা অমল কর্মকারের সভাপত্বিতে ঘন্টা ব্যাপি মানববন্ধন চলা কালে কয়েকজন চা শ্রমিকরা বক্তব্য রাখেন। পরে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চা শ্রমিকরা বলেন, আমাদের চা বাগান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তমূলক তথ্য প্রচার করা হয়েছে তাই এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান। তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে জনৈক এস এম হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com